কাউখালীতে নারী সমাবেশে আসা অতিথিদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ

CHT NEWS


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবিতে হিল উইমেন্স
ফেডারেশনের নারী সমাবেশ শেষে রাঙামাটির কাউখালী থেকে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে সেনা
মদদে সেটলার বাঙালি কর্তৃক বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা,
অ্যাক্টিভিস্ট মার্জিয়া প্রভা, ইউল্যাবের শিক্ষক অলিউর সানের ওপর হামলার প্রতিবাদে
খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সন্ধ্যা ৬টায় খাগড়াছড়ি সদরের টিউফা স্কুলের
সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নারাঙহিয়ে রেড স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের
মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর
চাকমা ।

তিনি বলেন, কাউখালিতে হিল উইমেন্স ফেডারেশনের আয়োজিত নারী সমাবেশ থেকে ঢাকার
উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পথে কাউখালীর বেতছড়ি নামক স্থানে  পথরোধ করে সেনাবাহিনী-ডিজিএফআইয়ের মদদে সেটলার বাঙালিরা
নূজিয়া হাসিন রাশা, মার্জিয়া প্রভা ও অলিউর সান-এর ওপর হামলা চালায়, তাদেরকে মারধর
ও হেনস্তা করে।

তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন হামলা রাষ্ট্রের
নাগরিকের অধিকার ও গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত। সেনা-সেটলারদের কারণেই পার্বত্য
চট্টগ্রাম আজ নাগরিকের জন্য অনিরাপদ হয়ে পড়েছে।  

তিনি অবিলম্বে হামলার সাথে জড়িত সেটলারদের চিহ্নিত করে আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার প্রশাসনের প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *