পক্ষপাতদুষ্টতা পরিহার করে কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি সমাজতান্ত্রিক মহিলা ফোরামের

CHT NEWS


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিলরুবা নূরী এক যুক্ত বিবৃতিতে পক্ষপাতদুষ্টতা পরিহার করে
কল্পনা চাকমা অপহরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে তারা বলেন, হিল
উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা ১৯৯৬ সালের ১২ জুন মধ্যরাতে
রাঙামাটির নিউলাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন। বিগত ২৮ বছরেও অপহরণের
তদন্ত কাজ শেষ করতে না পেরে গত বছর অপহরণ মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে
বাদীর দেওয়া আপত্তি খারিজ করেছে আদালত। বলা হয়েছে চূড়ান্ত প্রতিবেদনে কারো দায়
পাওয়া না যাওয়ায় মামলাটির বিচার আর এগোবে না। অর্থাৎ মামলাটির অবসান হলো। এভাবে
আইনের দৃষ্টিতে মামলার অবসান হয়ে কী দৃষ্টান্ত স্থাপন হবে সেটা তো প্রশ্নসাপেক্ষ!
কারণ কল্পনা চাকমার অপহরণকারীদের পরিচয় দেশবাসী জানে এবং তারা বহাল তবিয়তে সুরক্ষিত
রয়ে গেল। এর মধ্য দিয়ে প্রকাশ পায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে রাষ্ট্রের অবস্থান এবং
দৃষ্টিভঙ্গী!

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কল্পনা চাকমা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া রাষ্ট্রের
ব্যর্থতা। এর দায় রাষ্ট্রকেই নিতে হবে। কল্পনা চাকমা অপহরণ বিচারহীনতার একটি জলজ্যান্ত
উদাহরণ।

নেতৃবৃন্দ অবিলম্বে পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার, পাহাড় সমতলের বৈষম্য
দূরীকরণে কার্যকর উদ্যোগ এবং পাহাড়ের সকল হত্যা, গুম, খুনের বিচার নিশ্চিতের আহ্বান
জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *