উড়োজাহাজ দুর্ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রীও নিহত

চ্যানেল আই অনলাইন

ভারতের আহমেদাবাদের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক আরোহীর লাশ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বিজয় রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৬৮ বছর বয়সী এই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল বিজেপির একজন সদস্য ছিলেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের আহমেদাবাদের বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি। উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই মাত্র ৮২৫ ফুট উঁচুতে ওঠার পরই তা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সবার নিহতের আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশপ্রধান।

ওই উড়োজাহাজে ২৩০ জন যাত্রী এবং ২ জন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন বলে ভারতের সিভিল এভিয়েশন দপ্তর জানিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *