Bangla Tribune
গাজীপুরে কাপাসিয়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের একটি কারখানা সিলগালা করে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কারখানার মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।
তিনি জানান, জেলার কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা মোড় এলাকায় আব্দুল আউয়াল (৪৪) নিষিদ্ধ পলিথিন কারখানায় অবৈধভাবে পলিথিন উৎপাদন করে আসছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায় কারখানায় প্রথমে প্লাস্টিকের দানা উৎপাদন করা হয়। পরে ওই দানা দিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে। কারখানার ভেতর পলিথিন, প্লাস্টিকের দানা এবং এসব উৎপাদনের মেশিনও রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী কারখানার মালিক আব্দুল আওয়ালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারখানা সিলগালা করে দেওয়া হয়। দণ্ডিত আব্দুল আওয়ালকে পুলিশ পাহারায় গাজীপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, কারখানাটি অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করে পরিবেশের ক্ষতি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি সৃষ্টি করা হচ্ছিল। পরিবেশ আইন অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার বলেন, গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ রক্ষায় এবং পরিবেশ দূষণ রোধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে অবৈধ কারখানা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।