চুক্তি করো, না হলে আরও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

Bangla Tribune

ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও শীর্ষ কর্মকর্তারা নিহতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে বলেছেন, সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে ইরানকে একটি চুক্তিতে আসতে হবে। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, ইতোমধ্যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংস হয়েছে। তবে এখনও সময় আছে এই হত্যাযজ্ঞ থামানোর। কারণ পরবর্তী হামলা হবে আরও ভয়াবহ। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার রাতের ইসরায়েলি আক্রমণে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, শীর্ষ বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের নিশানা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, পাল্টা জবাবে ইরান ১০০টির বেশি ড্রোন ছোড়ে। এই সংঘর্ষে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় আকারের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শুক্রবার বলেছেন, জায়নবাদী (ইসরায়েল) শাসকগোষ্ঠী নিজেদের জন্য একটি কঠিন ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে।

ট্রাম্প অভিযোগ করেছেন, তার প্রশাসন বারবার ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করে চুক্তিতে আসার সুযোগ দিলেও তেহরান ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম—এটা তাদের কল্পনার চেয়েও খারাপ হবে। যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ও সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করে। আর ইসরায়েলের কাছে এগুলোর অনেকটাই রয়েছে, আরও আসছে।

তিনি আরও বলেন, ইরানের কট্টরপন্থিরা আমার হুঁশিয়ারি শুনেনি। এখন তারা সবাই মৃত। এটা এখানেই থেমে যাবে না!

বিশ্বনেতারা এই উত্তেজনার ব্যাপক বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন একে ‘গভীরভাবে উদ্বেগজনক’ পরিস্থিতি হিসেবে বর্ণনা করে বলেন, সব পক্ষেরই এখন শান্ত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং পাল্টা প্রতিক্রিয়া থেকে বিরত থাকা উচিত।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে স্টকহোমে সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো—ইসরায়েলের মিত্রদের যৌথভাবে উত্তেজনা হ্রাসে কাজ করা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *