বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়-রুশ জেনারেল

Amarbangla Feed

“বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”


ইরানে ইসরায়েলি হামলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন আপতি আলাদিনোভ নামের এক রুশ জেনারেল।


আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত।


ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের খবরে বলা হয়, ইসরায়েলি হামলার পর ওই সেনা কর্মকর্তা ১০ লাখ নতুন সেনা নিয়োগ দিতে ক্রেমলিনকে আহ্বান জানিয়েছেন।


আলাদিনোভ বলেছেন, “নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যে একটি গতি পেয়েছে।”


৫১ বছর বয়সী আলাদিনোভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ‘সামরিক-রাজনৈতিক’ বিভাগের উপপ্রধান হিসেবে কাজ করছেন। তিনি সেনাবাহিনীর মতাদর্শ প্রচার এবং গুজব প্রতিরোধেও কাজ করেন। তিনি নিজের জন্মস্থান চেচনিয়ায় ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডারও।


এক টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, “আমাদের সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া উচিত। অন্তত পাঁচ লাখ মানুষ আগেভাগে প্রস্তুত করতে হবে। তবে বাস্তবে তা হওয়া উচিত ১০ লাখ।”


“যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে। তাই নতুন সেনা নিয়োগ দিয়ে তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে।“


ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে, একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায়, সেজন্যও নতুন সেনা প্রস্তুত করতে হবে।


“বিশ্বাস করুন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিটি পর্যায়ে ঐক্যবদ্ধ হতে হবে।”


শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে হত্যাও করে।


সামাজিক যোগাযোগমাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।


হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানকে লক্ষ্য করে শতাধিক ড্রোন পাঠায় ইরান, যার প্রায় সবই প্রতিহতের দাবি করেছে ইসরায়েল।


এরই মধ্যে দুদেশের মধ্যে কয়েক দফা পাল্টা-পাল্টি হামলাও হয়েছে। ইরান-ইসরায়েল উভয় দেশই তীব্র হামলার কথা বলে আসছে। ক্ষণে ক্ষণে পরিস্থিতির পরিবর্তন হবে এটা অবধারিতই। শেষ অবধি বিশ্ব পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয় সেটায় দেখার বিষয়।




আমারবাঙলা/ইউকে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *