পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে সিলেটের যুবক নিহত

Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের এক যুবক। মাহবুবুল আলম নামের ওই যুবক সেখানে ব্যবসা করতেন। তিনি কয়েক বছর থেকে লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন।

নিহত মাহবুব আলমের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা ইউনিয়নে। তিনি পর্তুগালে আলমাদা শহরে একটি মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি দুই সন্তান এবং স্ত্রী নিয়ে পর্তুগালে বসবাস করতেন।

পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে।

এ সময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, কিছুদিন থেকে দেশটিতে থাকা অভিবাসীরা বিভিন্ন প্রকার ঘৃণমূলক অপরাধের শিকার হচ্ছেন এবং বিভিন্ন স্থানে তাদের ওপর শারীরিক হামলার খবর পাওয়া গেছে। গত ১০ জুন একটি পর্তুগিজ থিয়েটারে কট্টর পন্থিদের দ্বারা শারীরিক হামলার শিকার হন একজন অভিনেতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *