বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক ২ ব্যক্তিকে আটক, পরে নারীদের প্রতিরোধে মুক্ত

CHT NEWS


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ১৫ জুন ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিশুতুলি এলাকা
থেকে সেনাবাহিনী দুই নিরীহ ব্যক্তিকে আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় নারীদের
প্রতিরোধে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (১৪ জুন ২০২৫) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩টার সময় বাঘাইহাট সেনা জোন থেকে
একদল সেনা সদস্য নোয়াপাড়ার দিকে ঘুরে বঙ্গলতলী ইউপির ১নং ওয়ার্ডের শিশুতুলি এলাকায়
যায়। সেখানে গিয়ে সেনারা কাজলং নদীতে মাছ ধরার সময় দুই জেলে রিপন চাকমা (৩৭), পিতা-
ভাদো চন্দ্র চাকমা ও রণজিব চাকমা (৪০), পিতা- জ্ঞান চাকমা-কে ধরে নিয়ে এসে শিশুতুলি
গ্রামে ঘোরায়।

পরে বিকাল ৫টার সময় সেনারা উক্ত দুই ব্যক্তিকে সেনাজোনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় নারীরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করে সেনাদের হেফাজত থেকে তাদেরকে মুক্ত করে। নারীদের
প্রতিরোধের মুখে পরে সেনারা জোনে ফিরে যায়।

এদিকে, প্রত্যেক রাতে বাঘাইহাট হতে উজোবাজার পর্যন্ত সেনাবাহিনীর টহল এবং
মাঝেমধ্যে গভীর রাতে সেনারা উজোবাজারে অবস্থান করে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার সাধারণ
জনগণ আতঙ্কে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উজোবাজারের এক পাহারাদার বলেন, ‘প্রত্যেক রাতে পিকআপে
করে সেনাবাহিনী টহল দেয় এবং মাঝে মধ্যে গভীর রাতে এসে অবস্থান করে। এতে আমরা উজোবাজার
পাহারা দিতে অনিরাপদ বোধ করছি।’

গঙ্গারাম মুখ গ্রামের কার্বারি জ্যোতিলাল চাকমা বলেন, ‘গতকাল রাত ১০টার
সময়ে জোন থেকে এক পিকআপ সেনাসদস্য উজোবাজারে এসে আমাকে ডেকে এখানে কোথায় কলেজ নির্মাণ
হচ্ছে? উজোবাজারের দোকানদার বাবুধন চাকমার দোকান কোথায়? বাবুধন চাকমা রাতে দোকানে থাকে
কিনা? এসব প্রশ্ন করেছিল।’

এলাকার আরেক মুরব্বী বলেন, ‘গত ১৩ জুন এলাকাবাসীর উদ্যোগে নির্মাণাধীন সাজেকে
কলেজে বনবিভাগ থেকে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিলে এলাকার ক্ষুব্ধ জনতা সে
সাইনবোর্ডটি সরিয়ে ফেলে। কিন্তু গতরাত ২টার সময় সেনাবাহিনীর সদস্যরা এসে সেই সাইনবোর্ড
পূনরায় টাঙিয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘একদিকে বাঘাইহাট জীপ মালিক সমিতি কর্তৃক বাঘাইহাট বাজারে
ব্যবসায়ীদের মালামাল পরিবহন ও সাধারণ যাত্রীবাহী গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি,
অন্যদিকে রাত-বিরাতে সেনাবাহিনীর টহল অভিযানের ফলে সাধারণ জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে।’


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *