ইরান-ইসরায়েল সংঘাত: আন্তর্জাতিক পরমাণু

Bangla News

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুইদেশের মধ্যে উত্তেজনার পারদ এখন চরমে। রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল।

এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

আগামীকাল সোমবার (১৬ জুন) সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদরদপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।


ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র খবরে বলা হয়েছে যে, দেশটির পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায় জরুরি বৈঠক ডাকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় রাশিয়া এবং ভেনেজুয়েলা।


সেই প্রেক্ষিতেই সোমবার জরুরি বৈঠক আহ্বান করেছে সংস্থাটি।


ইরানের গুরুত্বপূর্ণ পাঁচটি পারমাণবিক স্থাপনার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর কয়েকটি রাজধানী তেহরানে, আর বাকিগুলো দেশের অন্যত্র। আর এসব অঞ্চলকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।


ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহল বরাবরই উদ্বিগ্ন। বিশেষ করে বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বার বার এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে।


যদিও শুরু থেকেই ইরান জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে স্থাপন করা।  


সূত্র: বিবিসি


এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *