চ্যানেল আই অনলাইন
ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলা চলছেই। ইরানে ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডের গোয়েন্দা প্রধানসহ উচ্চপদস্থ ৩ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মধ্য ইসরাইলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। আরও হামলার আশঙ্কায় শহর ৩টিতে রেড এলার্ট জারি করেছে ইসরাইল। বিভিন্ন দেশে ইসরাইলি দূতাবাস ও কনস্যুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে তেল আবিব।