CHT NEWS
চার সংগঠনের বয়কট কর্মসুচির কারণে হাটের দিনেও জনসমাগম হয়নি কাউখালী বাজারে। |
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ জুন ২০২৫
জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থনে চার সংগঠনের ডাকে আজ
সোমবার (১৬ জুন ২০২৫) রাঙামাটির কাউখালী উপজেলা সদর হাটবাজার বয়কট কর্মসূচি সফলভাবে
পালিত হয়েছে।
গত ১২ জুন কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস
গংদের সাজার দাবিতে কাউখালী সদরে আয়োজিত নারী সমাবেশে সংহতি জানিয়ে ঢাকার উদ্দেশ্যে
চট্টগ্রাম ফেরার পথে তিন অতিথি বক্তা শিক্ষক অলিউর সান, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি
সভাপতি নূজিয়া হাসিন রাশা ও অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মী মারজিয়া প্রভার ওপর ছাত্রদল
নামধারী সেটলারদের হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং চিহ্নিত হামলাকারী
ইমরান হোসেন, নাঈম হোসেন হিমেল গংকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে উইমেন্স ফেডারেশন,
পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম এবং ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ কাউখালী
উপজেলা শাখার যৌথ উদ্যোগে একদিনের জন্য এ বাজার বয়কট কর্মসূচি পালন করা হয়।
চার সংগঠনের বয়কট কর্মসূচির কারণে সাপ্তাহিক হাটবাজারের
দিনেও বাজারে জনসমাগম ছিল উল্লেখযোগ্যভাবে কম।
সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, বাজার বয়কটের
কারণে কাউখালী সদরের কচুখালি সিএনজি স্টেশনের দোকানপাট, গরু, ছাগল বেচা-কেনার হাট,
বাঁশঘাটা, সবজি-মাছ-মাংস-শুটকি বাজার ফাঁকা ছিল। এছাড়াও কাচাঁমাল (কলা, আনারস, কাঠাল,
আদা, হলুদ) বেচা-কেনা দেখা যায়নি। ব্যবসায়ী ও ক্রেতাদের উপস্থিতি ছিল সীমিত এবং গবাদি
পশুর ক্রয়-বিক্রয়ের হাটও ছিল প্রায় শূন্য।
অন্যদিকে, চার সংগঠনের বাজার বয়কট কর্মসূচির প্রতি সমর্থন
জানিয়ে বেতবুনিয়া, ডাবুয়া এলাকার বাজার ও স্থানীয় বহু দোকানপাট স্বেচ্ছায় বন্ধ রাখেন
ব্যবসায়ী-দোকানদাররা।
স্বতঃস্ফূর্ত সমর্থন, সহযোগীতা ও অংশগ্রহণের
মাধ্যমে বাজার বয়কট কর্মসূচি সফল করায় চার সংগঠনের নেতৃবৃন্দ কাউখালী উপজেলার সর্বস্তরের
জনসাধারণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।