CHT NEWS
রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
রাঙামাটির সাজেকে কলেজ নির্মাণে প্রশাসনের বাধার প্রতিবাদ ও কলেজ নির্মাণ
করার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছে সাজেক
এলাকাবাসী।
সোমবার (১৬ জুন ২০২৫) বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ স্মারকলিপি
প্রদান করেন।
এর আগে গতকাল সকাল ৯টায় সাজেকের উজোবাজারে ‘সাজেক কলেজ’ নির্মাণে প্রশাসনের
বাধা ও বনবিভাগ কর্তৃক নিষেধাজ্ঞার সাইনবোর্ড টাঙানোর প্রতিবাদে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের
দাবিতে সাজেক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে সাবেক মেম্বার ও কলেজ নির্মাণ কমিটির সদস্য শান্তিময়
চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে
গিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপিটি প্রদান করেন। জেলা
প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারি স্মারকলিপিটি গ্রহণ করেন। প্রতিনিধি দলের অন্য দুই
জন হলেন সুমন চাকমা ও লিটন চাকমা।
স্মারকলিপিতে তারা বলেন, “দেশের বৃহত্তম ইউনিয়ন সাজেক স্মারণাতীত কাল থেকে
পশ্চাৎপদ ও শিক্ষার আলো থেকে বঞ্চিত। উচ্চশিক্ষার প্রতিষ্ঠান না থাকায় প্রতি বছর মাধ্যমিক
শিক্ষার পর আর্থিক সংকটের কারণে অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়ে যায়। এই এলাকার পার্শ্ববর্তী
হিসেবে কাচালং সরকারি কলেজ এবং দীঘিনালা সরকারি কলেজ আছে। উভয় কলেজের দূরত্ব অন্তত
২০/২৫ কিলোমিটার। এতদূর থেকে শিক্ষার্থীদের পড়ালেখা চালানো অসম্ভব বিধায় এই অভিশাপ
থেকে মুক্তিলাভের আশায় স্থানীয় জনসাধারণের উদ্যেগে ‘সাজেক কলেজ’ নামে একটি উচ্চশিক্ষা
প্রতিষ্ঠান নির্মাণের কাজ হাতে নেওয়া হয় এবং ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে
রয়েছে।
বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে দেখে এলাকাবাসী স্বতঃস্ফূর্ত অংশ
গ্রহণপূর্বক সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসে। সাজেক পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম
বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয় কলেজ ভবন নির্মাণ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার মাননীয়
চেয়ারম্যান মহোদয় আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত বেদনা
ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, ১৩ জুন ২০২৫ তারিখে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন থেকে উক্ত
কলেজ ভবন নির্মাণ কাজ স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয় এবং ইউনিয়ন পরিষদ থেকে
কোন বরাদ্দ কলেজে দেওয়া যাবে না মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদকে
নির্দেশ দেয় এবং পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সংরক্ষিত বনাঞ্চল, রাঙ্গামাটি
কর্তৃক ‘এটি সরকারের সংরক্ষিত বনভূমি’ উল্লেখ করে এখানে যে কোন ধরনের স্থাপনা নির্মাণ
থেকে বিরত থাকার আদেশ সম্বলিত একটি সাইনবোর্ড নির্মাণাধীন কলেজ ভবনের সামনে স্থাপন
করা হয়। এছাড়াও ইতোপূর্বে বাঘাইহাট জোন এফ এস মো. শরীফ কলেজ প্রতিষ্ঠায় বাধা দেয়ার
চেষ্টা করেন এবং কয়েকজনকে জেলে পাঠানোর হুমকি প্রদান করেন।”
স্মারকলিপিতে শিক্ষা উন্নয়নে, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে যেখানে প্রশাসনের
সহযোগিতা করার কথা, সেখানে প্রশাসনের বাধা সৃষ্টি করায় এলাকাবাসীর মনে গভীর ক্ষোভ
ও হতাশার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।