সাজেকে কল্পনা অপহরণকারীদের শাস্তির দাবিতে টাঙানো ব্যানার-ফেস্টুন খুলে নিয়েছে সেনাবাহিনী!

CHT NEWS


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ জুন ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাটের বালুঘাট
এলাকায় মূল সড়কের পাশে 
গত ১২ জুন কল্পনা চাকমার অপহরণকারীদের শাস্তির দাবিতে টাঙানো ব্যানার-ফেস্টুন সেনাবাহিনী
খুলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা সময়ে
বাঘাইহাট জোন হতে ২টি পিকআপে করে সেনাবাহিনীর একদল সদস্য বালুঘাট এলাকায় এসে গ্রোমের
কার্বারী পাত্তর মনি চাকমাকে বাড়ি থেকে ডেকে এনে ব্যানার-ফেস্টুন খুলতে গাছে উঠতে বলে।
৬০ বছর বয়স্ক কার্বারী অসুস্থতার কারণে গাছে উঠতে অপারকতা প্রকাশ করলে পরে বনানী বনবিহারে
থাকা এক বাকপ্রতিবন্ধী যুবককে ডেকে নিয়ে এসে গাছে টাঙানো ব্যানার-ফেস্টুনগুলো খুলে
নিয়ে যায়।

কল্পনা চাকমা অপহরণের ২৯তম বার্ষিকী উপলক্ষে
হিল উইমেন্স উক্ত ব্যানার-ফেস্টুনগুলো টাঙিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা নেতৃবৃন্দ
সেনাবাহিনীর এই ব্যানার-ফেস্টুন খুলে নেয়ার ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ
বলে মন্তব্য করেছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *