‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে ১২১ নাগরিকের বিবৃতি

চ্যানেল আই অনলাইন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাংচুরের প্রতিবাদে এক যৌথ বিবৃতি দিয়েছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট ১২১ জন সংবেদনশীল নাগরিক।

বৃহস্পতিবার (১৯ জুন) সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ম্যুরাল ‘অঞ্জলি লহ মোর’ প্রশাসনিক নির্দেশে ভেঙে ফেলা হয়েছে জানতে পেরে, আমরা- দেশের বিভিন্ন অঙ্গনের সংস্কৃতিকর্মী, কবি, লেখক, সাংবাদিক ও প্রগতিশীল নাগরিকবৃন্দ গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

এতে বলা হয়, শিল্পকর্মটি শিল্পী মণীন্দ্র পালের নির্মিত এবং তা প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের নাচের মুদ্রা থেকে অনুপ্রাণিত। এটি সাধারণ কোন শিল্পকর্ম নয়, আমাদের ললিতকলার ধারক এবং সৃষ্টি ও স্রষ্টার মধ্যকার চিরায়ত মানবিক সেতুবন্ধের প্রতীক। একইসাথে নারীর মানবিক সাধ্য ও শক্তির প্রকাশ। এ ধরনের একটি শিল্পবস্তুর ধ্বংস-সাধন আমাদের সংস্কৃতি ও মানবিক চেতনায় আঘাত হানার শামিল।

আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐতিহাসিক এবং শিল্প-সংস্কৃতির প্রতীক ও স্থাপনা ধ্বংসের অপধারা চলমান। আমরা বিশ্বাস করি, এগুলো মূলত অপরাজনীতি ও ক্রমশ ঘনীভূত হতে থাকা ধর্মের নামে উগ্রবাদী আচরণের ফল। নিকট সময়ে আমরা মহান স্বাধীনতাযুদ্ধের স্মারকসমূহ, স্বকীয় ধারার মরমীবাদ চর্চার প্রতীক মাজার-দরগা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন কালপর্বে সংঘটিত ঐতিহাসিক বিদ্রোহ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ভাস্কর্য, ম্যুরাল, নান্দনিক শিল্পকর্ম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রত্নসম্পদ কাছারি বাড়িতে হামলাসহ আরও অসংখ্য ধ্বংসযজ্ঞ লক্ষ্য করেছি।

আমরা মনে করি, এসব অপযজ্ঞ আমাদের ঐহিত্য ও অস্তিত্বের পরিপন্থীই শুধু নয়, একইসাথে ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর সামনে আমাদের জাতিগত লজ্জার অন্যতম কারণ হয়ে উঠেছে। আমরা এ-ও মনে করি যে, প্রাগ্রসর দেশ গড়ার পথে এবং সভ্য, সহনশীল, সংস্কৃতমনা জাতি হিসেবে বিশ্বের কাছে সুপরিচিত হওয়ার পথে এটি বড় ধরনের অন্তরায়। সম্মিলিতভাবে আমরা এ ধরনের সকল অপচর্চার নিন্দা জ্ঞাপন করছি।

বিবৃতিতে সম্মতি প্রদানকারীদের নাম ও পরিচয় নিম্নরূপ:
(তালিকা জেষ্ঠ্যতার ক্রমানুসারে নয়)
১. বীর মুক্তিযোদ্ধা ইসহাক খান, কথাসাহিত্যিক
২. জাকির তালুকদার, কথাসাহিত্যিক
৩. ড. খালেদ হোসাইন, কবি, শিশুসাহিত্যিক ও অধ্যাপক
৪. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি
৫. পারভেজ হোসেন, কথাসাহিত্যিক
৬. জি এইচ হাবীব, অনুবাদক ও অধ্যাপক
৭. সালাহউদ্দিন বাদল, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
৮. সরকার আবদুল মান্নান, কবি, লেখক ও গবেষক
৯. হাসানআল আব্দুল্লাহ, কবি
১০. আজয় দাশগুপ্ত, কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক
১১. বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, লেখক ও বিজ্ঞানী
১২. বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী
১৩. ড. মুকিদ চৌধুরী, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও গবেষক
১৪. জুয়েল মাজহার, কবি ও সাংবাদিক
১৫. শাহেদ কায়েস, কবি ও মুক্তচিন্তক
১৬. রফিকুর রশীদ, কথাসাহিত্যিক
১৭. রবিশঙ্কর মৈত্রী, কবি, কথাশিল্পী ও বাচিকশিল্পী
১৮. বিধান রিবেরু, লেখক ও চলচ্চিত্র গবেষক
১৯. হামীম কামরুল হক, কথাশিল্পী
২০. মাহবুব আজীজ, কবি, সাংবাদিক ও সাহিত্যিক
২১. সন্তোষ রায়, কবি ও কথাসাহিত্যিক
২২. ফকির ইলিয়াস, কবি
২৩. সাকিরা পারভীন, কবি ও চলচ্চিত্র শিক্ষক
২৪. ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা
২৫. শিমুল সালাহ্উদ্দিন, কবি ও সাংবাদিক
২৬. নওশাদ জামিল, কবি ও সাংবাদিক
২৭. রিমঝিম আহমেদ, কবি
২৮. তুষার গায়েন, কবি
২৯. সাইয়্যিদ মঞ্জু, কবি
৩০. আশরাফুল ইসলাম, কবি ও সাংবাদিক
৩১. মোজাম্মেল হক নিয়োগী, কথাসাহিত্যিক
৩২. মনি হায়দার, কথাশিল্পী
৩৩. স্বকৃত নোমান, কথাশিল্পী
৩৪. রঞ্জনা বিশ্বাস, কথাশিল্পী ও গবেষক
৩৫. আবদুল্লাহ আল ইমরান, কথাসাহিত্যিক
৩৬. হামিম কামাল, কথাসাহিত্যিক ও সাংবাদিক
৩৭. গিরীশ গৈরিক, কবি ও সাংবাদিক
৩৮. আহমেদ শিপলু, কবি
৩৯. রিঙকু অনিমিখ, কবি ও চিত্রশিল্পী
৪০. মোহাম্মদ আন্ওয়ারুল কবীর, কবি ও গল্পকার
৪১. দীপংকর দীপক, সাহিত্যিক ও সাংবাদিক
৪২. আরিফ নজরুল, কবি ও সংস্কৃতি কর্মী
৪৩. সরকার আজিজ, কবি ও ময়মনসিংহ জং-এর সম্পাদক
৪৪. সিকতা কাজল, কবি
৪৫. জাহাঙ্গীর হোসেন, কবি ও প্রাবন্ধিক
৪৬. দেলওয়ার এলাহী, কবি ও সংস্কৃতিকর্মী
৪৭. শফিক সেলিম, কবি
৪৮. নাসরীন হক, কবি
৪৯. নাদিম মাহমুদ, কবি
৫০. বিনয় কর্মকার, কবি
৫১. ফারহানা ইলিয়াস তুলি, কবি
৫২. কাঙাল শাহীন, কবি
৫৩. সমর চক্রবর্তী, কবি
৫৪. বীরেন মুখার্জী, কবি
৫৫. মাসুদার রহমান, কবি
৫৬. খালেদ সরফুদ্দীন, কবি
৫৭. বুলবুল ইসলাম, কবি ও সংগঠক
৫৮. পরিতোষ হালদার, কবি ও অধ্যাপক
৫৯. অচিন্ত্য চয়ন, কবি ও সাংবাদিক
৬০. চন্দন চৌধুরী, কবি
৬১. মামুন খান, কবি
৬২. আসাদ উল্লাহ, কবি ও প্রাবন্ধিক
৬৩. লতিফ জোয়ার্দার, কবি
৬৪. সাফিনা আক্তার, কবি
৬৫. টিপু সুলতান, কবি ও সাহিত্যিক
৬৬. ফারুক আফিনদী, কবি ও সাংবাদিক
৬৭. ইসমত শিল্পী, কবি ও আইনজীবী
৬৮. হুমায়ূন কবীর ঢালী, শিশুসাহিত্যিক
৬৯. আপন অপু, সাংবাদিক ও শিশুসাহিত্যিক
৭০. সৈয়দ হিলাল সাইফ, ছড়াকার ও সাংবাদিক
৭১. শামস সাইদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
৭২. রাশেদ রেহমান, কথাসাহিত্যিক
৭৩. আরিফুর রহমান, কথাসাহিত্যিক
৭৪. শফিক হাসান, কথাসাহিত্যিক ও ছোটকাগজ সম্পাদক
৭৫. শাহমুব জুয়েল, কথাসাহিত্যিক
৭৬. ম্যারিনা নাসরীন, কথাশিল্পী
৭৭. সোহরাব সুমন, কথাসাহিত্যিক
৭৮. হামীম ফারুক, কথাশিল্পী
৭৯. সিরাজুল এহসান, কথাশিল্পী ও সাংবাদিক
৮০. জিয়াবুল ইবন, কবি
৮১. মহসীন হাবিব, সাংবাদিক ও সাহিত্যিক
৮২. স্বরলিপি, কথাশিল্পী
৮৩. আনিফ রুবেদ, কথাশিল্পী
৮৪. আজহারুল হক ফরাজী, কথাসাহিত্যিক ও সাংবাদিক
৮৫. আফরোজা সুলতানা চৈতী, সাংবাদিক
৮৬. হাবীব ইমন, সাংবাদিক
৮৭. সোহেল মাজহার, লেখক ও গবেষক
৮৮. প্রবীর বিকাশ সরকার, লেখক ও গবেষক
৮৯. সাহস রতন, লেখক ও প্রকাশক
৯০. মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক
৯১. মেহেদী হাসান শোয়েব, লেখক-সাংবাদিক ও প্রকাশক
৯২. অজয় কুমার রায়, লেখক-গবেষক ও প্রকাশক
৯৩. সাদাত উল্লাহ খান, লেখক-গবেষক ও সম্পাদক
৯৪. মরিয়া সালাম, লেখক ও সাংবাদিক
৯৫. মানিক মোহাম্মদ ওমর, লেখক ও সাংবাদিক
৯৬. শাহাদাত হোসেন তৌহিদ, লেখক ও সাংবাদিক
৯৭. শহিদুল ইসলাম নিরব, লেখক ও সাংবাদিক
৯৮. রাফায়েত চৌধুরী, সংগঠক ও সমাজচিন্তক
৯৯. সাবিনা নীরু, আবৃত্তি শিল্পী
১০০. স্বাধীন মজুমদার, আবৃত্তি শিল্পী ও সংগঠক
১০১. মোস্তফা হোসেইন, মুক্তিযুদ্ধ গবেষক ও সাংবাদিক
১০২. আব্দুল গাফফার রনি, বিজ্ঞান লেখক
১০৩. সুদীপ্ত সালাম, সাংবাদিক ও আলোকচিত্রকলার শিক্ষক
১০৪. শেখ সাইফুল্লাহ রুমী, গীতিকার ও সুরকার
১০৫. সারোয়ার সবুর, অ্যাকটিভিস্ট
১০৬. তুষার আহমেদ, অ্যাকটিভিস্ট
১০৭. সরদার রিহান, সমাজসেবী
১০৮. মোল্লা হাছানুজ্জামান টিপু, সমাজকর্মী
১০৯. গৌরী রায়, সমাজসেবক
১১০. তমাল চন্দ্র বর্মণ, সমাজসেবী
১১১. নিরঞ্জন নিরু, অভিনেতা
১১২. শহীদুজ্জামান ফিরোজ, কবি
১১৩. শুভ্র বিশ্বাস, কবি
১১৪. সেলিম আহমেদ খান, লেখক
১১৫. শোয়েব ইবনে শাহীন, লেখক
১১৬. আতিয়ার রহমান, কবি
১১৭. অরুপ কুমার বড়ুয়া, কবি ও সংগঠক
১১৮. অনামিকা রিতা, লালনসংগীত শিল্পী
১১৯. নুরউদ্দিন শেখ, কবি ও ছড়াকার
১২০. নাহার মনিকা, কবি ও কথাশিল্পী
১২১. মনিস রফিক, গবেষক

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *