প্রথম আলো
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘শিক্ষার্থী নির্বাচনের আগে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করতে হবে। যে নিজে কখনো ফ্রিল্যান্সিংয়ে দুই ডলার আয় করেননি, তিনি কোনো প্রশিক্ষণ দিতে পারবেন না। আপনারা আসবেন আর রাজনৈতিক বিবেচনায় কাজ পেয়ে যাবেন, এটা আর হবে না। এটা মনে রাখবেন।’
আজ সোমবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের সঙ্গে যুক্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তিনি।