এনসিপির সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে

Bangla News

মাদারীপুর: মাদারীপুরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কর্মী সভায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করার অভিযোগ উঠেছে।  


আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে।

 

বুধবার (২৫ জুন) বিকেলে শহরের ভুঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এ ঘটনা ঘটে।  


অভিযোগ উঠেছে, বিকেলে এনসিপির কর্মী সভায় যোগ দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা। সভা শুরুর আগেই ভুঁইয়া কমিউনিটি সেন্টারের ভেতরে এনসিপির জেলা কমিটির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুলের নেতৃত্বে মাসুম বিল্লাহর ওপর হামলা চালানো হয়।


এ সময় মাসুমকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে জখম করা হয়। আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে মাসুমকে উদ্ধার করে ভর্তি করা জেলা সদর হাসপাতালে। এরপর অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মাসুমের সহকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।


প্রত্যক্ষদর্শী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকাশ মাতুব্বর বলেন, রাতুল ও আদিলের নেতৃত্বে অতর্কিতভাবে মাসুদের ওপর হামলা চালানো হয়েছে। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই।


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পর পরই এলাকা থেকে পালিয়েছেন হামলাকারীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার সঙ্গে জড়িতদের ধরতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশের একাধিক টিম।


এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *