সাজেকে ইউপিডিএফ(প্রসিত) গ্রুপ কর্তৃক সাধারণ জনগণকে হয়রানি ও জোরপূর্বক চাঁদা দাবি

Hill Voice on Facebook

সাজেকে ইউপিডিএফ(প্রসিত) গ্রুপ কর্তৃক সাধারণ জনগণকে হয়রানি ও জোরপূর্বক চাঁদা দাবি

হিল ভয়েস, ২৫ জুন ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ২২ জুন ২০২৫ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১৯ জনকে জোরপূর্বক ডেকে নিয়ে হয়রানি ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা যায়, শেলথাই পাড়া, হাজ্জেপাড়া, জামপাড়া, অরুনপাড়া, লংটিয়ান পাড়া, তারুমপাড়া, নিউ টাংটাং, ওল্ড টাংটাং পাড়ার মোট ১৯জনকে প্রথমে যোগাযোগ করার জন্য ইউপিডিএফ(প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ অরুনপাড়ায় আসতে বলে। পরে আরো অরুনপাড়া থেকে বুইয়াছড়ি যেতে বলে।

এরপর তাদেরকে বুইয়াছড়ি নিয়ে যাওয়ার পর ২ রাত রাখা হয়। সেখানে তাদেরকে ঠিক মতো খাবার না দেওয়ার খবর জানা যায়। এমনকি তারা সেখানে যেতে জনপ্রতি বোট বাড়া ৬০০টাকা খরচ হয়।

অন্যদিকে অরুনপাড়া গ্রামের কার্বারি বাচনা ত্রিপুরা একটি হলুদ ভাঙ্গার মেশিন ইউপিডিএফকে না জানিয়ে কালু সিমিনেছড়ায় বসায়। যার কারণে অন্যায়ভাবে অরুনপাড়া কার্বারি বাচনা ত্রিপুরাকে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে ইউপিডিএফ (প্রসিত) এর সশস্ত্র কমান্ডার উত্তম এবং জনম। তারা আরো জানিয়ে দেয়, ঐ মেশিনটি ৩দিনের মধ্যে অরুনপাড়ায় নিয়ে আসার জন্য এবং এক মাসের মধ্যে ৫ লক্ষ টাকা দিতে না পারলে তারা পদক্ষেপ গ্রহণ করবে।

এই ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী গ্রামবাসী জানান, ইউপিডিএফ(প্রসিত) সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কর্তৃক এই ধরনের ন্যাক্কারজনক কাজ প্রতিনিয়ত চলমান রয়েছে। গ্রামবাসীর কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা দাবি, মারধর, বিভিন্ন হয়রানি এমনকি মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়ে আসছে। যার কারণে সেখানে বসবাসরত জুম্মরা দিন দিন এই থেকে পরিত্রাণের উপায় খুজঁছেন।
https://hillvoice.net/bn/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%97/

Hill Voice #humanrights #ChittagongHillTracts #indigenous #terroristupdf


হিল ভয়েস, ২৫ জুন ২০২৫, বিশেষ প্রতিবেদক: গত ২২ জুন ২০২৫ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রাম…

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *