পাকিস্তানে আকস্মিক বন্যায় ৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

jagonews24.com | rss Feed

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় অন্তত ১৮ জন নিখোঁজ হন, যাদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া এই আকস্মিক বন্যায় বহু এলাকা প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক মানুষ এখনো বিভিন্ন স্থানে আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

খাইবার পাখতুনখোয়া (কেপি) সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সোয়াত জেলার আটটি স্থানে চলছে উদ্ধার অভিযান। এ পর্যন্ত ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রদেশের চিফ সেক্রেটারি শাহাব আলী শাহ নিশ্চিত করেছেন, নিখোঁজ ১৮ জনের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন>>

দুর্গতদের উদ্ধারে শতাধিক কর্মী কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে রেসকিউ ১১২২।

চরসাদ্দা জেলা প্রশাসক কায়সার খান জানান, সোয়াত নদীর খওয়াজাখেলায় পানির প্রবাহ ৭৭ হাজার ৭৮২ কিউসেকে পৌঁছেছে, যা খুব উচ্চ মাত্রার বন্যা হিসেবে চিহ্নিত।

জনসাধারণকে সতর্ক করতে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়েছে। লোকজনকে উঁচু স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সোয়াত, পেশাওয়ার, নওশেরা ও চরসাদ্দা জেলার জন্য বন্যা সতর্কতা জারি করেছে। জেলা প্রশাসনকে নিম্নাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রতিরোধ ও উদ্ধার পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যাপ্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধ রাখতে এবং সম্ভাব্য বিপদের আগেই নিরাপদ স্থানে সরে যেতে জনগণকে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র: ডন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *