Jamuna Television
পারিবারিক বিরোধের জেরে পিরোজপুরে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ জুন) রাতে ইন্দুরকানী উপজেলার চর বলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চণ্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ও তার ভাবি মৌকলি বেগম।
নিহতের স্ত্রী রেহানা জানান, রাতে প্রতিবেশী ইউনুসসহ হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপানো হয় শহিদুল, মৌকলি ও রেহানাকে। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদুল ও তার ভাবি। গুরুতর আহত রেহানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
/এসআইএন