Photos from Hill Voice's post

Hill Voice on Facebook

রাবিতে পিসিপির উদ্যোগে শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হিল ভয়েস, ২৭ জুন ২০২৫, রাজশাহী: আজ ২৭ জুন ২০২৫ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের মধ্যকার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং মহোদয়, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা, সাংগঠনিক সম্পাদক সজীব চাকমা,তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রাচুর্য্য চাকমা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বাবু রোয়াজা। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থী শোভন ত্রিপুরা, সিনিয়র শিক্ষার্থী দিব্য চাকমা এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও প্রতিযোগী দলের খেলোয়াড়বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা।

শুরুতে শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা সহ পার্বত্য চট্টগ্রাম এবং সমতলে আদিবাসী জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

হরেন্দ্রনাথ সিং বলেন, এরকম টুর্নামেন্ট আয়োজন করাটা খুব ভালো একটা উদ্যোগ। জয় পরাজয় বড় বিষয় নয়, অংশগ্রহণই বড় বিষয়। এই আয়োজন পাহাড় ও সমতলের শিক্ষার্থীদের ভ্রাতৃত্ব বন্ধনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। খেলায় জয়-পরাজয় থাকবে, এজন্য নিয়মকানুন মেনে সুশৃঙ্খলভাবে খেলার আহবান জানান। যেহেতু আমরা ছাত্র তাই সাবধানে খেলার কথা বলেন।

শিক্ষার্থী দিব্য চাকমা বলেন, আমাদের এই টুর্নামেন্টের আয়োজনের প্রধান উদ্দেশ্যে রাবি এবং রুয়েট সহ অন্যান্য যে সকল প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে তাদের মধ্যে পারস্পারিক ভ্রাতৃত্ববোধ সম্পর্ক আরো সুদৃঢ় করা। এই টুর্নামেন্ট বিনোদনের জন্য, খেলার মাঝে সামান্য ভুলে মনোমালিন্য হয়ে থাকে তাই এসব বিষয়ে সবাইকে আন্তরিক হওয়ার কথা বলেন।

উল্লেখ্য যে,আজ থেকে ১৫ বছর আগে ২০১০ সালের ৩ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার সদরে বাজার এলাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতারি গুলিবর্ষণ করলে ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা নিহত হন। শহীদ ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা পিসিপি রোয়াংছড়ি থানা শাখার সদস্য ছিলেন। ২০১০ সালের ৩ জুন সকাল ৮.১৫ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা সদরে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর ২০/২৫ জনের অস্ত্রধারী সন্ত্রাসী ৪/৫ ভাগে বিভক্ত হয়ে একযোগে বাজারে অবস্থিত জেএসএস, যুব সমিতি ও পিসিপির অফিস, কর্মীদের আবাসস্থল, সরকারি রেস্ট হাউজে ৩৫ মিনিট ব্যাপী গুলিবর্ষণ করে সশস্ত্র হামলা চালায়। এ সময় পিছন দিক হতে পিঠে গুলি লেগে সাংগঠনিক কাজে নিয়োজিত পিসিপি ছাত্রনেতা আনন্দ তঞ্চঙ্গ্যা (২২), পীং- গণেশ তঞ্চঙ্গ্যা, সাং- ওয়াগ্গা পাড়া, রোয়াংছড়ি উপজেলা ঘটনাস্থলে নিহত হন। ঐ সময় তিনি বাজারের দোকানে নাস্তা করতে বের হয়েছিলেন।
আজকের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল ২০১৯-২০ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম ওল্ড বয়েজ ইউনাইটেড এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের টিম ক্রেয়রং। খেলায় ৩-২ গোলে ওল্ড বয়েজ ইউনাইটেড জয় লাভ করে এবং ম্যাচ অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন ওল্ড বয়েজ ইউনাইটেডের শোভন ত্রিপুরা।

দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল ২০২২-২৩ শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীদের টিম কংলাক এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের টিম গাইরিং। খেলায় ২-১ গোলে কাংলাক টিম জয় লাভ করে এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কংলাক টিমের আকিজ মার্ডি।
https://hillvoice.net/bn/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b6/

Hill Voice #ChittagongHillTracts #football #anandatanchangya

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *