Sarabangla | Breaking News | Sports | Entertainment
পটুয়াখালী: পটুয়াখালীতে অভিযান চালিয়ে এক কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। আটক আসামির নাম বাহাদুর হাওলাদার (২৯)। তিনি গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবুল হাওলাদারের ছেলে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে পটুয়াখালীর গলাচিপার বকুলবাড়িয়া চৌরাস্তা থেকে আটক করতে সক্ষম হয় র্যাব।
মামলা সূত্রে জানা যায়, আসামি বাহাদুর হাওলাদার আগে থেকেই ভিকটিম মোসা. আফিয়া(১৩) কে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ১৭ জুন রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম আফিয়া প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে আগে থেকেই ওঁত পেতে থাকা আসামি বাহাদুর হাওলাদার ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি টেইলার্সের দোকানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন উপস্থিত হলে আসামি দৌঁড়ে পালিয়া যায়। এ ঘটনায় গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
পটুয়াখালী র্যাব-৮ কোম্পানী অধিনায়ক রাশেদ বলেন, আটক বাহাদুরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।