তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত

Jamuna Television

ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় ৭১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

ইরানের সাথে বিমানযুদ্ধের শেষ পর্যায়ে ইসরায়েল গত ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায়। এটি তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত।

রোববার (২৯ জুন) দেশটির বিচার বিভাগ নিশ্চিত করেছে এই তথ্য। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিহতের তালিকায় রয়েছে কারা কর্মকর্তা, সেনা সদস্য, কয়েদি ও কয়েদিদের স্বজনরা। পাশাপাশি, প্রাণহানির এই তালিকায় কারাগারটির আশপাশের বাসিন্দারাও রয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

সংঘাত চলাকালীন ২৩ জুন এভিন কারাগারে হামলা চালায় আইডিএফ। এতে কারাগারের বিভিন্ন ভবন ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। তাদের এই হামলা তীব্র সমালোচনার জন্ম দেয়। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে ইরান।

এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে। এর মধ্যে দুজন ফরাসি নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক সেখানে।

/এএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *