Google Alert – আর্মি
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১১:০২, ৩০ জুন ২০২৫
আপডেট: ১১:১২, ৩০ জুন ২০২৫
গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের ভুয়া পরিচয়ে বিয়ে করার অভিযোগে ফয়সাল আহমেদ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রবিবার (২৯ জুন) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নাওড়া আরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড ও নগদ ৩৮ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ নরসিংদী জেলার মেহেরপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে।
যৌথবাহিনী থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একমাস আগে কাশিয়ানী উপজেলার নাওড়া আরপাড়া গ্রামে মেয়ে দেখতে আসেন নরসিংদীর ফয়সাল আহমেদ। নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে পরিচয় দিয়ে নায়ন মিয়ার মেয়েকে বিয়ে করেন। বিয়ের সময় তিনি পরিচয়পত্রের একটি সফট কপিও দেখান।
পরে রবিবার (২৯ জুন) রাতে শ্বশুরবাড়িতে এলে আর্থিক বিষয়ে একটি বিরোধের সৃষ্টি হয় হলে ফয়সালের বাক্যালাপে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে। সংবাদ পেয়ে কাশিয়ানী আর্মি ক্যাস্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে আটক করে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাবাহিনীর ভুয়া পরিচয় দেওয়ার কথা স্বীকার করে।
পরে যৌথবাহিনী ফয়সালকে কাশিয়ানী সেনা ক্যাম্পে নিয়ে আসে এবং মামলা দায়েরের পর কাশিয়ানী থানার হস্তান্তর করে।
ঢাকা/বাদল/টিপু