Google Alert – আর্মি
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে রাজধানীর পল্টন এলাকা থেকে শেখ জামাল (৪০) নামের এক ব্যক্তি অপহরণের শিকার হন। অভিযোগ পেয়ে সোমবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা থেকে অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত অপহরণকারী শফিকুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।
সেনা সূত্র জানায়, রোববার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর আর্মি ক্যাম্পে নাসিমা আক্তার (৩২) নামের এক নারী অভিযোগ করেন, তার স্বামী শেখ জামালকে রোববার বিকালে ঢাকার পল্টন এলাকা থেকে অপহরণ করা হয়েছে। তাকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত এক স্থানে আটকে রেখে মারধর করা হচ্ছে। অপহরণকারীরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল জামালের পরিবারের কাছে।
অভিযোগ পাওয়ার পর ফরিদপুর আর্মি ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি টিম পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
সূত্রের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
সোমবার (৩০ জুন) ভোর ৫টায় যৌথ টহল দল সন্দেহভাজনের অবস্থান নিশ্চিত করে পশ্চিম আলগির একটি পরিত্যক্ত খড়ের ঘরে অভিযান চালিয়ে অপহৃত শেখ জামালকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরবর্তী জিজ্ঞাসাবাদে জানা গেছে, শেখ জামাল বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলামের কাছ থেকে বড় অঙ্কের টাকা গ্রহণ করেন; কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি পূরণ না করে ঢাকায় আত্মগোপনে চলে যান।
প্রতারিত হয়ে শফিকুল ইসলাম আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে অপহরণের পরিকল্পনা করেন এবং ঢাকার পল্টন এলাকা থেকে জামালকে অপহরণ করে ভাঙ্গা নিয়ে আসেন।
তারপর জামালের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আটক শফিকুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।