গাজায় এ পর্যন্ত নিহত সেনাদের সংখ্যা জানালো ইসরাইল

Google Alert – সেনা

চলমান গাজা যুদ্ধে ৮৮০ জন সেনা নিহত এবং ৫ হাজার ৮৪৪ জন আহত হয়েছেন। সর্বশেষ রোববার উত্তর গাজার জাবালিয়া শহরে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

এদিকে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ৩৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে ঢুকে অতর্কিত হামলা চালায়, যাতে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে বন্দী করা হয়। ধারণা করা হচ্ছে, এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন।

যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ ও জাতিসঙ্ঘের আহ্বান সত্ত্বেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ এবং বন্দীদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। যুক্তরাষ্ট্র সাম্প্রতিককালে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে, তবে তা এখনো কোনো পক্ষই অনুমোদন করেনি।

সূত্র : আনাদোলু এজেন্সি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *