মশার আকৃতির নজরদারি ড্রোন, চীনের নতুন সামরিক প্রযুক্তি

Google Alert – সামরিক


মশার আকৃতির নজরদারি ড্রোন, চীনের নতুন সামরিক প্রযুক্তি

 মশার মতো দেখতে, চুলের মতো পা আর দুটি ডানার ছোট এক ড্রোন! এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বাস্তবেই এমন নজরদারি ড্রোন তৈরি করেছে চীনের ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি’ (NUDT)। স্মার্টফোনে নিয়ন্ত্রিত এ বায়োনিক রোবটকে সামরিক গবেষকরা বলছেন গোপন অভিযানে বিশেষ উপযোগী। প্রশ্ন উঠেছে আমাদের চারপাশে যা দেখছি সেগুলো কি আসলেই মশা নাকি নজরদারি ড্রোন?

চীনের সামরিক টিভি চ্যানেল ‘সিসিটিভি ৭’-এ শিক্ষার্থী লিয়াং হেশিয়াং জানান, ‘এটি তথ্য অনুসন্ধান ও যুদ্ধক্ষেত্রে অভিযানের জন্য আদর্শ।’ ছোট আকারের এ ড্রোন সেন্সরে সজ্জিত, যা একে নজরদারি কিংবা পরিবেশ পর্যবেক্ষণের মতো কাজে ব্যবহারযোগ্য করে তুলেছে। এরকম প্রযুক্তির চাহিদা বাড়ছে সারা বিশ্বেই।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘মাইক্রোরোবটিক্স ল্যাব’ ইতোমধ্যে ‘রোবোবি’ নামের এক ‘ক্রেন ফ্লাই’-আকৃতির ড্রোন উন্মোচন করেছে, যা উড়তে ও নামতে পারে বাস্তব পোকার মতো। গবেষকদের ভাষায়, এটি পরিবেশগত নজরদারি, দুর্যোগ প্রতিক্রিয়া, এমনকি ভবিষ্যতে কৃত্রিম পরাগায়ণেও কাজে লাগবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতোমধ্যে ‘ব্ল্যাক হর্নেট’ নামের ক্ষুদ্র ড্রোন ব্যবহার করছে, যেগুলো ক্যামেরা ও থার্মাল ইমেজিং প্রযুক্তিসম্পন্ন এবং সহজেই পকেটে বহনযোগ্য। এমনকি পোকামাকড়ের শরীরে ইলেকট্রনিক যন্ত্র বসিয়ে হাইব্রিড সাইবার্গ পোকা তৈরির গবেষণাও চালিয়ে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের গোপন গবেষণাগার ‘ডিএআরপিএ’।

নতুন যুগের এ ড্রোন প্রযুক্তি নজরদারি ও সামরিক খাতে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন হলো, আপনি নিশ্চিত তো, আপনার পাশে গুনগুন করা সেই মশাটি সত্যিকারের?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *