Google Alert – আর্মি
যাত্রাবাড়ীতে ৪ বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতাররা হলেন-আনিস ও হোসেন। সোমবার রাতে সেনাবাহিনীর যাত্রাবাড়ী সেনাবাহিনীর ক্যাম্প পরিচালিত বিশেষ অভিযানে মীরহাজিরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
যাত্রাবাড়ী সেনাবাহিনীর ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মীরহাজিরবাগ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তারা সমগ্র এলাকার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মইনের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় তিনটি বিদেশি পিস্তল, একটি আমেরিকান রিভলবার, ১১ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।