আদিবাসী স্বীকৃতি ও আইন সংশোধনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পিসিএনপি

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

সেলিম হোসেন মায়া 

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র ‘আদিবাসী’ স্বীকৃতি দাবী এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ সংশোধন করে ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)’ প্রণয়নের বিতর্কিত উদ্যোগের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

 

৩০ জুন ২০২৫ ,সোমবার শহরের কেন্দ্রীয় শাপলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন সমুহ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য এবং সংবিধানের মূলচেতনার পরিপন্থী।পাহাড়ে আদিবাসী বাসী বলে কেউ নেই এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমুহ বসবাস করে। আমরা সবাই বাংলাদেশী আমরা বাংঙ্গালী। বাংলাদেশে আদিবাসী বলতে আমরা বাঙ্গালীরাই আছি।

 

বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবীর, জেলা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মাসুম রানা এবং সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন,”এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বিভাজন ও অস্থিরতা তৈরি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।তাই প্রস্তাবিত এই আইন দ্রুত বাতিল করে পার্বত্য এলাকার সকল জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নীতি প্রণয়নের আহবান জানান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *