Google Alert – আর্মি
বিদেশে পাঠানোর কথা বলে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ৮ দিন আটকে রাখা এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় এক ব্যক্তিকে আটকও করা হয়েছে।
রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগী গ্রামে এ ঘটনা ঘটে।
যৌথবাহিনী অভিযান চালিয়ে পশ্চিম আলগী গ্রামের শফিকুল ইসলামের বাড়ি থেকে শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলার বাগকুচি গ্রামের জামালউদ্দিনকে উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর ক্যাম্পের ক্যাপ্টেন আজমাইন হোসেন।
জামালউদ্দিনের স্ত্রী নাসিমা বেগম ফরিদপুর আর্মি ক্যাম্পে অভিযোগ করেন যে, তার স্বামীকে ৮ দিন আগে অপহরণ করে আটকে রাখা হয়েছে।
তবে শফিকুল ইসলামের দাবি, মালয়েশিয়া পাঠানোর কথা বলে ৫ মাস আগে জামাল উদ্দিন তার কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা নেন। দীর্ঘদিন ধরে টাকা নিয়ে টালবাহানা করছিলেন বলে তাকে ঢাকা থেকে বাড়িতে এনে আটকে রাখা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে থানায় সোপর্দ করার পর মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।