চ্যানেল আই অনলাইন
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আমাদের সব প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। এখন পর্যন্ত আমাদের ফোকাস জাতীয় নির্বাচন।
আজ মঙ্গলবার ১ জুলাই নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।
প্রধান উপদেষ্টার সাথে গত ২৬ জুন প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছিলেন। এ সময় তাদের মধ্যে একান্ত বৈঠকে কী আলোচনা হয়েছ তা প্রকাশের দাবি জানিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না। উনি জাতীয় নির্বাচনের কথাই বলেছেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার সাথে তার সাম্প্রতিক বৈঠক ছিল নিতান্তই সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে সংসদ নির্বাচনের সময় ও তারিখ নিয়ে কথা হয়নি।
এ এম এম নাসির উদ্দীন বলেছেন, দলীয় সরকার ক্ষমতায় থাকলে তখন প্রধান নির্বাচন কমিশনারের সাথে সরকার প্রধানের সাক্ষাৎ হয় না। কিন্তু এখানে আমি যেমন নিরপেক্ষ, উনিও তেমন নিরপেক্ষ। এটা ছিল সৌজন্য সাক্ষাৎ।
নির্বাচন কমিশনার বলেন, কোন এজেন্ডা নিয়ে আলোচনায় যাইনি। তবে কথা প্রসঙ্গে নির্বাচনের প্রসঙ্গ আসাটা স্বাভাবিক। উনি জানতে চেয়েছেন যে, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের প্রস্তুতি আছে কিনা। আমি বলেছি, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি। যাতে সরকার যখন চায়, তখন যেন নির্বাচন করতে পারি।
নির্বাচন কমিশন পুনর্গঠনের যে দাবি বিভিন্ন রাজনৈতিক দল করেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা তো আগস্ট বিপ্লবের পরের ফসল। ফ্যাসিস্ট রেজিম আমাদের নিয়োগ দিয়ে যায়নি। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নিয়োগ প্রাপ্ত।’
তিনি বলেন, এখন সবার প্রত্যাশা একটাই-কখন নির্বাচন হয়। সাধারণত নির্বাচনের মাস দুয়েক আগে সাধারণত তফসিল ঘোষণা করা হয় বলেও জানিয়েছেন তিনি।