কলরেকর্ড ফাঁস, থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

Google Alert – সেনা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথপোকথনের একটি অডিও ফাঁস হওয়ার জেরে তাকে বরখাস্ত করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) দেশটির সাংবিধানিক আদালত নৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে আদালত। এসময় নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন। পরে পেতংতার্ন-কে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

রায়ের পর পেতংতার্ন সাংবাদিকদের বলেন, ‘আদালতের রায় আমি মেনে নিয়েছি। আমি সব সময় আমার দেশের জন্য সর্বোত্তম কাজ করার চেষ্টা করেছি।’

এর আগে, মে মাসে সীমান্তে সংঘর্ষে এক কম্বোডীয় সেনার মৃত্যুর বিষয়ে প্রতিবেশী কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে ফোনে কূটনৈতিক আলোচনার একটি অডিও ফাঁস হলে পেতংতার্নের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই ফোনালাপ ঘিরে জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং রাজধানী ব্যাংককে হাজার হাজার প্রতিবাদকারী প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নামে।

ফাঁস হওয়া কথোপকথনে পেতংতার্নকে থাইল্যান্ডের একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে নিয়ে সমালোচনা করতে শোনা যায়, যার কারণে তার দেশপ্রেম নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগও।

এমন পরিস্থিতিতেই রাজা মহা বজিরালংকর্ণ গতকাল পেতংতার্নের মন্ত্রিসভায় নতুন রদবদল অনুমোদন করেছেন। ফাঁস হওয়া ফোনালাপের পর ক্ষমতাসীন জোট থেকে একটি বড় দল সরে গেলে এই পরিবর্তন আনা হয়। নতুন মন্ত্রিসভায় পেতংতার্ন নিজেই সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নেন। তবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে সাময়িক বরখাস্ত হওয়ায় তার সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব নেওয়া নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *