CHT NEWS
ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং টার্মিনাল বিদেশী
কোম্পানিকে ইজারা দেয়ার পাঁয়তারাসহ বিভিন্ন দাবিতে গত ২৭-২৮ জুন ২০২৫ ঢাকা থেকে চট্টগ্রাম
‘রোডমার্চ’ সমাপনী সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সংবাদ মাধ্যমে প্রদত্ত
এক বিবৃতিতে ছাত্র জোটের নেতৃবৃন্দ এই নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক
জনগণ’ এর ব্যানারে অনুষ্ঠিত রোডমার্চে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয় সাম্রাজ্যবাদবিরোধী অবস্থান থেকে৷ কিন্তু
সেই রোডমার্চকে বিতর্কিত করতে ‘বাংলাদেশ উদীচী
শিল্পীগোষ্ঠী’র বদিউর-অমিত অংশ একটি বিতর্কিত নাটক পরিবেশন করে৷ যার সংলাপে বিদ্রুপাত্মকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে ‘মেটিকুলাস ডিজাইন’, পাহাড়ের জনগণকে
বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিত্রায়িত করা হয়৷ জনগণের লড়াই সংগ্রামের প্রতি বিদ্বেষ পোষণ
করা এই উগ্র জাতীয়তাবাদী আওয়ামীসেবী শক্তিটি কুমিল্লার সমাবেশে পূর্ব নির্ধারিত শিডিউল
ছাড়াই মঞ্চে উঠে পড়ে। রোডমার্চে সাংস্কৃতিক আয়োজনের দায়িত্বে থাকা ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ এই নাটক মঞ্চায়নের বিষয়ে
অবগত ছিলো না৷ ফলে কুমিল্লার গুরুত্বপূর্ণ সমাবেশে কিভাবে , কি উদ্দেশ্যে
এই অনির্ধারিত, বিতর্কিত নাটক প্রদর্শিত হলো সেবিষয়ে ‘গণতান্ত্রিক ছাত্র জোট’ দফায়
দফায় প্রতিবাদ জানালেও আয়োজক নেতৃবৃন্দের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখা পাওয়া যায়নি৷’
এতে আরো বলা হয়, ‘সর্বশেষ চট্টগ্রামে সমাপনী
সমাবেশ চলাকালে একই পথনাটক দৃষ্টিগোচর হলে গণতান্ত্রিক ছাত্র জোট এর নেতা-কর্মীরা তাৎক্ষণিক
স্লোগানের মাধ্যমে প্রতিবাদ করেন৷ ছাত্র জোটের এই শান্তিপূর্ণ প্রতিবাদে
উদীচী, যুব ইউনিয়নসহ ছাত্র ইউনিয়ন মাহির শাহরীয়ার রেজা ও বাহাউদ্দীন শুভ অংশের কতিপয় নেতা ও কর্মীর হামলায় পাহাড়ি ছাত্র পরিষদ
এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা, বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সভাপতি নূজিয়া হাসিন রাশা, ছাত্র ইউনিয়ন নেতা মেহেদী হাসান আকাশ, গণতান্ত্রিক ছাত্র
কাউন্সিলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক স্কাইয়া ইসলামসহ ছাত্র জোটের অপরাপর সংগঠনের নেতাকর্মীরা
আহত হন।’
বিবৃতিতে বলা হয়, ‘সাম্রাজ্যবাদবিরোধী রোডমার্চে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই গণঅভ্যুত্থান ও পাহাড়ের নিপীড়িত জনগণের প্রতি
বিদ্বেষ ছড়ানো, নানাভাবে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে আক্রমণের মধ্য দিয়ে কার্যত উদীচী(বদিউর-অমিত),
যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নসহ আওয়ামীপন্থীরা আবারও নিজেদের গনবিরোধী চরিত্র প্রকাশ করলো।
আওয়ামী লেজুড়বৃত্তি করে গণঅভ্যুত্থানে নিষ্ক্রিয় থাকা, দ্রোহযাত্রায় অংশ না নেয়া রাজনৈতিক
শক্তিগুলো আদতে সাম্রাজ্যবাদবিরোধী হতে পারে না, তা আবারও জনগণের সামনে স্পষ্ট হলো।’
এতে বলা হয়, ‘গণতান্ত্রিক ছাত্র জোট আওয়ামী
ফ্যাসিবাদের বিরুদ্ধে যেমন লড়াই করেছে, তেমনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত
গনবিরোধী সিদ্ধান্ত, সাম্রাজ্যবাদের দালালী নীতির বিরুদ্ধেও লড়াই জারি রেখেছে।’
বিবৃতিতে রোডমার্চে গণতান্ত্রিক ছাত্র জোটের
নেতা কর্মীদের উপর হামলা ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার কর্মসূচিতে বাধা প্রদানের ঘটনার
নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ নিউমুরিং টার্মিনাল বিদেশী কোম্পানির কাছে ইজারা, করিডোর প্রদানসহ সমস্ত সাম্রাজ্যবাদী প্রকল্পের বিরুদ্ধে জনগণের
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন, দিলীপ রায় (সমন্বয়ক,
গণতান্ত্রিক ছাত্র জোট; সভাপতি,বিপ্লবী ছাত্র মৈত্রী), ছায়েদুল হক নিশান (সভাপতি, গণতান্ত্রিক
ছাত্র কাউন্সিল), তামজিদ হায়দার চঞ্চল (সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন) অমল ত্রিপুরা
(সভাপতি, পাহাড়ি ছাত্র পরিষদ) ও তওফিকা প্রিয়া (ভারপ্রাপ্ত সভাপতি, বিপ্লবী ছাত্র-যুব
আন্দোলন)।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।