Google Alert – সেনাবাহিনী
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা থেকে রায়েছ মিয়া
নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৯ কেজি গাঁজা ও
মাদক বিক্রির এক লাখ ৬ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার ৪ নম্বর
দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের নিজ বাড়ি থেকে রায়েছকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রায়েছ মিয়া জিয়াপুর গ্রামের
আরজু মিয়ার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রায়েছ চিহ্নিত মাদক কারবারি।
বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা
গেছে, বুধবার সকালে জিয়াপুর গ্রামের চিহ্নিত মাদক কারবারি রায়েছের বসতঘরে অভিযান চালানো
হয়। এ সময় সেখান থেকে ২৯ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে রায়েছকে
আটক করা হয়। আটকের পর রায়েছকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি পনিভূষণ
রায় বলেন, সেনাবাহিনীর হস্তান্তরের পর রায়েছের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সেই
মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।