পল্লবীতে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী কাউছার গ্রেফতার

Google Alert – সেনা

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী কাউছার আহমেদ জয় ওরফে জয় ফালানকে (২৮) গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (২ জুলাই ) বিকেলে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ বিগ্রেডের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিরপুর সেনাবাহিনী ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি ইউনিট মিরপুর-পল্লবী থানার অন্তর্গত বাউনিয়াবাদ এলাকা থেকে একজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করে। এ অভিযানে সন্ত্রাসী কাউছার আহমেদ জয়কে (২৮) হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একাধিক ধারালো দেশীয় অস্ত্র, চারটি ওয়াকিটকি সেট ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে থানায় হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে বলে তথ্যসূত্র থেকে জানা যায়। তাকে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *