মৌলিক সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র নিশ্চিত করবো: নাহিদ ইসলাম

jagonews24.com | rss Feed

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদ নির্বাচনের আগে একটি নতুন সংবিধান, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় নীলফামারী থেকে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, পঞ্চগড়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন পঞ্চগড়ের নেতা সারজিস আলম। এখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা, চা শ্রমিকদের মজুরি সমস্যা তুলে ধরেছেন। আমরা একটি নতুন রাজনীতির উদ্দেশ্যে আপনাদের কাছে এসেছি। আমরা অভ্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি। আমরা রাজপথে আছি। আপনাদের অধিকারের জন্য লড়াই করেছি।

আরও পড়ুন

তিনি বলেন, ‘পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিএসএফ দ্বারা আমাদের সীমান্তবাসীদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড ৫০ বছরে কোনো সরকার বন্ধ করতে পারেনি। এখন আমরা দেখছি ভারত থেকে পুশ ইন করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এইটা হাসিনার বাংলাদেশ নয়, ছাত্র-জনতার বাংলাদেশ। যদি পাঠাতে পারেন শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের পাঠান। আমরা এই জুলাই অভ্যুত্থানে তাদের বিচারের আওতায় আনবো।’

নাহিদ ইসলাম বলেন, ‘পুশ ইন চলতে থাকলে আমরা কোনোভাবেই মেনে নেবো না। আমরা বাংলাদেশিরা ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু করে ছাত্র-জনতার যে জোয়ার শুরু হয়েছে, সেটি তেঁতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে।’

পথসভায় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘পঞ্চগড়বাসীর সমস্যা ইনশাআল্লাহ এনসিপির হাত ধরেই সমাধান হবে। পঞ্চগড়বাসীর জন্য বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা সবই এনসিপির হাত ধরেই শুরু হবে। আপনাদের এলাকার কৃতিসন্তান সারজিস আলমের হাতকে শক্তিশালী করুন।’

এসময় তিনি বলেন, আগামী ৩ আগস্ট ছাত্র-জনতার সামনে আমরা জুলাই সনদ ইনশাআল্লাহ ঘোষণা করবো।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘পঞ্চগড়ে কোনো মানুষ আহত হলে তাকে রংপুর বা অন্য জেলায় পাঠানো হয়। পথে মারা যায়। পঞ্চগড়ের মানুষ স্বাস্থ্যসেবায় অবহেলিত। কিছুদিন আগে এখানে পাথর উত্তোলন শুরু হলে চাঁদাবাজি শুরু হয়েছে। রাতের আঁধারে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে পাথর-বালু তোলা হচ্ছে। স্থানীয়দের হুমকির মুখে ফেলা হচ্ছে। এসব কারা করছে আপনারা জানেন।’

তিনি বলেন, ‘পঞ্চগড়ের চিনিকল চালু হওয়ার কথা ছিল এই বছরেই। কিন্তু কাদের জন্য চালু হয়নি আপনারা জানেন। ২০২৬ সালেই আমরা পঞ্চগড় চিনিকল চালু চাই।’

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবকিছুর পরিবর্তন হলেও পঞ্চগড়ে চাঁদাবাজি-দখলদারি বন্ধ হয়নি। কারা করছে আপনারা জানেন। আওয়ামী লীগের সব চাঁদাবাজি করে তো ভারতে পালিয়ে গেছে। আপনারা কোথায় পালাবেন? পালানোর পথ পাবেন না। পঞ্চগড়বাসীকে সাক্ষী রেখে বলছি, যেই প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে মধ্য রাতের নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগের ডামি নির্বাচন হয়েছে; সেই প্রশাসন ও পুলিশকে সংস্কার না করা পর্যন্ত আমরা কোনো নির্বাচনে যাচ্ছি না।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা, জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীসহ সহস্রাধিক ছাত্র-জনতা অংশ নেন।

এর আগে, জেলার দেবীগঞ্জে এনসিপির উপজেলা অফিস উদ্বোধন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে পদযাত্রা সহকারে তেঁতুলিয়ার উদ্দেশ্যে পঞ্চগড় ছেড়ে যান এনসিপির নেতাকর্মীরা।

সফিকুল আলম/এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *