রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

Google Alert – পার্বত্য অঞ্চল

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির (বম পার্টি) দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৩টি এসএমজি, ১টি চাইনিজ রাইফেল ও  গোলাবারুদ উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর হোসেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাইন্দু ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পলিপ্রাংসা এলাকায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী। পলিপ্রাংসা ও মুয়ালপি পাড়ার মধ্যবর্তী এলাকায় কেএনএ সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। সেনা অভিযানের মুখে টিকতে না পেরে কেএনএ’র বেশ কয়েকজন সদস্য পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুজনের মরদেহ ও একজন আহত সদস্যকে আটক করা হয়।

এ সময় তিনটি এসএমজি, একটি চাইনিজ রাইফেল, ৮টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গোলাবারুদ, ২৩৭ রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি (৫৪ মি.মি) গুলি ৬০ রাউন্ড, ইউনিফর্ম, মোবাইল ফোন ও ওয়াকিটকিসহ ৫২ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। 

কমান্ডার লে. কর্নেল আলমগীর হোসেন পিএসসি বলেন, সেনাবাহিনীর এই অভিযান কেবল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে। পাহাড়ের স্থানীয় শান্তিপ্রিয় জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে। তারা যেমন বাংলাদেশের নাগরিক, আমরাও তেমনই। তাদের জানমাল রক্ষায় আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, সন্ত্রাসীদের দমন এবং তাদের অপপ্রচারের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরআর

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *