সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২ |

Google Alert – সেনা

বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’-এর একজন কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)’ এ তথ্য নিশ্চিত করেছে।


আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল আনুমানিক ভোর ৫টায় বান্দরবানের রুমা উপজেলার পলিপাংসা-মুলফিপাড়া এলাকায় ‘কেএনএফ’-এর সশস্ত্র দল (কেএনএ)-এর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযান এলাকায় তল্লাশি চলাকালে সেনাসদস্যরা সশস্ত্র সন্ত্রাসীদের দলটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরিস্থিতি বিবেচনায় কেএনএফ সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে সেনা টহল দল ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত দুজন সশস্ত্র কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে। নিহত দুজনের মধ্যে একজনের নাম পুটিং/ডলি যিনি কেএনএফ-এর নেতৃত্ব পর্যায়ের মেজর পদবির সশস্ত্র সদস্য ছিলেন। নিহত আরেকজন কেএনএফ-এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে তিনটি সাবমেশিনগান, একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্রের ম্যাগজিন, কেএনএফের ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।


আইএসপিআর জানিয়েছে, বিগত বছরগুলোতে কেএনএফের সশস্ত্র কর্মকাণ্ডের জন্য বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়। সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হয়। যার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ১২৬টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা করছে। পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *