চ্যানেল আই অনলাইন
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’ পাস হয়েছে। কর হ্রাস এবং সরকারি ব্যয়ে বড় ধরনের রদবদল আনার এ বিলকে ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ আইন প্রস্তাব হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) প্রতিনিধি পরিষদে বিলটি ২১৮–২১৪ ভোটে অনুমোদিত হয়। এরপর স্পিকার মাইক জনসন এতে সই করেছেন। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের পরই এটি আইনে পরিণত হবে।
প্রথম দিকে এই বিল নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই তীব্র মতবিরোধ ছিল। শেষ মুহূর্তে সমঝোতার মাধ্যমে ভোট নিশ্চিত করা হয়। বিলটি পাস হওয়ায় রিপাবলিকান শীর্ষ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
‘বিগ বিউটিফুল বিল’-এ কর হ্রাসের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় সংকোচন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বরাদ্দ এবং অভিবাসন নিয়ন্ত্রণে অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে।
বিশেষ করে কম আয়ের মানুষের জন্য মেডিকেইড স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা থেকে প্রায় ৯৩০ বিলিয়ন ডলার কমানোর প্রস্তাব রয়েছে। সমালোচকরা বলছেন, এতে লাখ লাখ মার্কিন নাগরিক স্বাস্থ্য বীমার সুরক্ষা হারাতে পারেন।
হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প দ্রুতই বিলটিতে সই করে আইন হিসেবে কার্যকর করবেন বলে আশা করা হচ্ছে। তবে বিরোধী ডেমোক্র্যাটরা এবং সমাজকল্যাণ সংস্থাগুলো এই বিলের বিরুদ্ধে তীব্র সমালোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে, মঙ্গলবার (১ জুলাই) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়। বিলের বিপক্ষে থাকা ডেমোক্র্যাটদের সঙ্গে তিনজন রিপাবলিকানও ভোট দিয়েছিলেন।