RisingBD – Home
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:১৪, ৪ জুলাই ২০২৫
ফাইল ফটো
যশোরে এসিড নিক্ষেপে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর পরিবার বলছে, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা হয়েছে।
দগ্ধরা হলেন- গদখালী গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।
দগ্ধ রাহেলা বেগম জানান, মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জানলা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় রিপা, ইয়ানূর ও তিনি দগ্ধ হন। পরিবারের সদস্য তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, “এসিডে শিশু পিয়ানুর রহমানের পাসহ শরীরের বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, এসিড নিক্ষেপকারী জসিমকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে মামলা নথিভুক্ত করা হবে।”
ঢাকা/রিটন/মাসুদ