বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২

Google Alert – কেএনএফ

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের কমান্ডারসহ দুইজন নিহত হয়েছে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে তিনটি এসএমজি, একটি দেশিয় বন্ধুক, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম।

গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রুমা উপজেলার পলি প্রাংশা এলাকায় চালানো অভিযানে এ ঘটনা ঘটেছে। পাহাড়ি গ্রামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সদস্যরা অবস্থা নিয়েছে এ ধরনের খবর পাওয়ার পর সেখানে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। সেনাবাহিনীর টহল দলের ওপর সন্ত্রাসীরা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে। এর মধ্যে কেএনএফের একজন কমান্ডার রয়েছেন।

সূত্রটি জানায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার পলি প্রাংশা বিলছড়ি, কাইগোছড়া এলাকাসহ বেশ কয়েকটি জায়গায় সেনাবাহিনীর সদস্য অভিযান চালায়। বর্তমানে এ ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান ও তল্লাশি চলমান রয়েছে। আশপাশের এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *