রনি সামাজিকমাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির প্রধান উৎসে পরিণত হয়েছেনঃ প্রেস সচিব

Google Alert – প্রধান উপদেষ্টা

সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

শফিকুল আলম বলেন, ‘গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন।’

তিনি লেখেন, ‘সম্প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ-নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’

জুলাই আন্দোলন কেন অনিবার্য ছিল, চতুর্থ পোস্টার প্রকাশ করল প্রধান উপদেষ্টার কার্যালয়, চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তির খসড়া, চলবে আরও দর-কষাকষি— এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেস সচিব লেখেন, ‘আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?’

প্রেস সচিব এ সময় টকশো উপস্থাপককেও একহাত নিয়ে বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।’

শফিকুল আলমের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন, কেউ কেউ আবার মতবিরোধও প্রকাশ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *