Google Alert – BD Army
আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার সময় পাকিস্তান সেনাবাহিনী ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। এই ঘটনাটি ঘটেছে উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায়, যেখানে গত সপ্তাহে আত্মঘাতী হামলায় পাকিস্তানের ১৬ জন সেনা নিহত হয়েছিল।
শুক্রবার (৪ জুলাই) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত তিন দিনে আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তারা ৩০ জন জঙ্গিকে হত্যা করেছে। নিহত জঙ্গিরা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) অথবা তাদের সহযোগী সংগঠনের সদস্য ছিল। বিবৃতিতে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ওপর এই জঙ্গিদের সমর্থন দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী অসাধারণ পেশাদারিত্ব, সতর্কতার পরিচয় দিয়েছে এবং সম্ভাব্য একটি বড় বিপর্যয় এড়াতে সক্ষম হয়েছে। এই অভিযান চলাকালীন সময়ে অধিক পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সীমান্ত নিরাপত্তা বাহিনীকে এই অনুপ্রবেশ ব্যর্থ করার জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, আমরা সন্ত্রাসবাদের সব রূপ সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ।
উল্লেখ্য, এই অঞ্চলে গত সপ্তাহে সংগঠিত আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হবার দায় স্বীকার করে পাকিস্তান তালিবান। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে আফগানিস্তানকে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে দায়ী করে আসছে। তবে আফগানিস্তান এই অভিযোগ সবসময় অস্বীকার করে আসছে।