ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে

Google Alert – ইউনূস

ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে

ইউনূস সরকারের ছুটির ঘণ্টা বাজছে

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দিল্লি ও কলকাতার সংবাদমাধ্যমগুলো ড. ইউনূসের সর্বনাশ ঘটানোর জন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ড. ইউনূসকে অসহায় বানিয়ে ফেলেছে। কিন্তু ড. ইউনূসের স্বপক্ষে কথা বলার জন্য দুই-একজন ইউটিউবার ছাড়া কেউ নেই। 

তিনি বলেন, ‘দিল্লি ও কলকাতার প্রচারমাধ্যম অনবরত তাকে বরখাস্ত করছে, ছুটি দিচ্ছে, তার বিদায়ের ঘণ্টা বাজাচ্ছে, তার জায়গায় শেখ হাসিনাকে বসাচ্ছে; আর নিত্যনতুন মিথ্যা কথা বলে বেড়াচ্ছে।

বাস্তবতা হলো—তাদের এই মিথ্যা কথা, যুক্তি ও উপস্থাপনা অনেকেই বিশ্বাস করছে। এতে মানুষের মধ্যে সন্দেহ তৈরি করছে। যা রাষ্ট্রের অগ্রযাত্রার জন্য বিরাট হুমকি।’

বৃহস্পতিবার ‘ইউনূস সরকারের ছুটির ঘণ্টা! কলকাতা-দিল্লি থেকে সমানে বাজছে! আপনি কি শুনতে পাচ্ছেন!’ শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, ড. ইউনূসের সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সরকার কি আসলেই আন্তরিকভাবে সেই নির্বাচন দিতে চাচ্ছে? ড. ইউনূস তার মদদে যেসব দল তৈরি করেছেন (এনসিপিসহ ৫০ থেকে ৬০টি); যাদেরকে বলা হয় কিংস পার্টি; কিংস পার্টির ফাদার হিসেবে তিনি বড় বড় ৩ থেকে ৪টি দল তৈরি করেছেন। 

তারা বিএনপি বা আওয়ামী লীগের মতো এতবড় দল নয়; কিন্তু সারা দেশে তাদের রাজনৈতিক তৎপরতা ও অর্থনৈতিক সক্ষমতা আছে। কয়েকটি অভিজ্ঞ ও পুরনো দল এসব কিংস পার্টিকে ডানে থেকে বামে থেকে সাপোর্ট দিচ্ছে। ড. ইউনূসের রাজনৈতিক প্লানের ডানদিকে জাতীয় পার্টি আর বাম দিকে কমউনিস্ট পার্টি।

দেশসংবাদ/এএসএম

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *