বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের কমান্ডারসহ নিহত ২

Google Alert – আর্মি

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) একজন সামরিক কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন।

– Advertisement –

ঘটনাস্থল থেকে তিনটি এসএমজি একটি রাইফেল ৩৬৪ রাউন্ড গোলাসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।

– Advertisement –google news follower

গতকাল বৃহস্পতিবার আই এসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন, মুয়ালপি পাড়ার ক্যাপ্টেন সাংমিন বম (২৭) প্রকাশ পুতিন ও মুন্নুয়াম পাড়ার লাল হিমসাং বম (২৫)। নিহত সাংমিন বম ৯ সদস্যের একটি গ্রুপের কমান্ডার ছিলেন।

– Advertisement –islamibank

লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

সূত্র জানায়, কেএন এফের সদস্যরা পাহাড়ি গ্রামে অবস্থান নিয়েছে, এ ধরনের খবর পাওয়ার পর সেখানে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়।

সেনাবাহিনী দলের ওপর সন্ত্রাসীরা প্রথমে হামলা চালালে উভয় পক্ষের গোলাগুলিতে কেএনএফের দুই জন নিহত হয় বলে নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে।

চলতি বছরের ১৯ মে বান্দরবান জেলার রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা রণিন পাড়া ও পাইখঙ পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএন এফের সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছিল।

২০২২ সালে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কেএন এফ। বান্দরবান ও রাঙ্গামাটি জেলার নয়টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয় তারা।

একাধিকবার সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠতে থাকে তাদের বিরুদ্ধে শুরু থেকেই। আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনার টেবিলেও বসে তারা।

কিন্তু এরই মধ্যে বান্দরবানের রুমা ও থানচি উপজেলার দুইটি ব্যাংকের তিনটি শাখায় দিন দুপুরে সশস্ত্র হামলা করে টাকা ও অস্ত্র লুট করে কেএন এফের সশস্ত্র সদস্যরা।

গত দুই বছরে এ সংগঠনের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ছয় সেনাসদস্যসহ অন্তত ৩০ জন নিহত হয়। গ্রেফতার করা হয় কেএনএফের দেড় শতাধিক সদস্যকে।

জেএন/পিআর

KSRM

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *