কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই

Bangla Tribune

গাজীপুরের জয়দেবপুর থানায় পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে আসা তানিয়া (২৭) নামের এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের আবু তালেবের মেয়ে।

পিরুজালী (মধ্যপাড়া) গ্রামের কয়েকজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তানিয়া পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। এ সময় তার নিজের ফেসবুক আইডিতে পুলিশের ইউনিফর্ম পরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও নিয়মিত পোস্ট করতেন। সে বিবাহিত এবং এক ছেলের জননী।

এক ব্যক্তির কাছে নিজের পাওনা টাকার বিষয়ে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া। ছদ্মবেশে বোরকার নিচে পুলিশের পোশাক পরে তিনি থানায় প্রবেশ করেন। এ সময় নিজেকে এসআই পরিচয় দেন ও একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করেন।

থানায় কর্তব্যরত ডিউটি অফিসার নারীর কথাবার্তায় সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তাকে তল্লাশি করা হয়। তখন জয়দেবপুর থানা পুলিশ নিশ্চিত হয় ওই নারীয় ভুয়া পুলিশ। এ সময় তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম জব্দ করা হয়। পরে তার বাসায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ইউনিফর্মসহ পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথায় পেয়েছে, কোনও অপরাধে জড়িত ছিল কি না, এসব খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *