‘বিএসএফ শুধু সীমান্ত রক্ষাকারী বাহিনী নয়,

Bangla News


বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গা: বিএসএফ শুধু সীমান্ত রক্ষাকারী বাহিনী নয়, খুনি বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


তিনি বলেছেন, চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় গত ৫৪ বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে।

গত সাতদিন আগেও চুয়াডাঙ্গা সীমান্তে একজনকে হত্যা করা হয়। সাতদিন পর তার লাশ ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন।


এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই মারণাস্ত্র দিয়ে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন। এই সব হত্যাকাণ্ডের জন্য ওই খুনি হাসিনা ও তার দল দায়ী। এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাস, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে।  


তিনি বলেন, শেখ হাসিনা সরকার ১৬ বছরে গুম, খুনসহ মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে। দেশের সীমান্ত, মাটি ও মানচিত্রকে রক্ষা করার দায়িত্ব বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায়, তাহলে সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক করতে হবে। বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল নয়, ভারতই বাংলাদেশের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। ভারতের অখণ্ডতা, সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। এটা যেন ভারত কোনোভাবেই ভুলে না যায়।  


এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন- সংগঠনের যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক আহসান, ডা. মাহমুদা আলম মিতু।  


পথসভায় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চুয়াডাঙ্গা জেলার নেতারা।  


এর আগে জেলার আলমডাঙ্গা পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন।


এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *