বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে বাস পুকুরে:

Bangla News


দুর্ঘটনাকবলিত বাস

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

তবে হাতহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।  

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি বেলতলা জব্বারের দোকান সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।  


স্থানীয়রা জানান, রংপুর সিটি করপোরেশনের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী নামক স্থানে একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে আসে। ফেরার পথে রংপুর সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা জব্বারের দোকান সংলগ্ন এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুইজনের লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।  


পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল আমিন বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  


আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *