দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

Kalbela News | RSS Feed

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতিসহ নৈরাজ্য সৃষ্টি করতে চায়। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির ওপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনওসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। নির্বাচনকে বানচাল করাই তাদের উদ্দেশ্য।

বুধবার (১৬ জুলাই) রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেয় সমমনা জোট।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে পতিত আওয়ামী লীগের দোসররা এখন অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্বাচন বানচাল করতে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে চায়। ফলে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

তিনি বলেন, দেশে যাতে আবারো ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যত্যয় হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারো হুমকির মুখে পড়বে।

বিবৃতিদাতা সমমনা জোট নেতারা হলেন- এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেন।

বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে আহত নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আশু সুস্থতা কামনা করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *