এনসিপির ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

jagonews24.com | rss Feed

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্ব ঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। একইসঙ্গে, হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

বুধবার (১৬ জুলাই) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

নেতারা বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেও তার দোসররা দেশে রয়ে গেছে। সেই পতিত স্বৈরাচারের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী আবারও মাথাচাড়া দিচ্ছে। তারা এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েক দফা হামলা চালিয়ে এবং ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত করেছে। এই ঘটনা প্রমাণ করে যে, পরাজিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা ও ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচির সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া। কিন্তু তারা সেটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হয়।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও ফ্যাসিবাদ নির্মূল হয়নি। জাতির ভবিষ্যৎ রক্ষায় ফ্যাসিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের ঐক্যকে আরও ইস্পাতকঠিন ও সুদঢ় করতে হবে। পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি আমাদের শুধু ধ্বংসের দিকেই ধাবিত করবে। এখন প্রয়োজন দুর্বার গণপ্রতিরোধ। যারা দেশের মাটি রক্তাক্ত করছে, মানুষের মৌলিক অধিকারকে গলা টিপে হত্যা করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।

নেতারা অবিলম্বে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সন্ত্রাস করার সাহস না পায়। একইসঙ্গে গোপালগঞ্জে আহত এনসিপির নেতাকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ৎ

এর পাশাপাশি তারা আইনশৃঙ্খলাকারী বাহিনীকে আরও সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হবে- এটাই সবার প্রত্যাশা।

এফএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *