গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, ‘বিশেষ অভিযান’

Bangla News

গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ চলছে যা আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে।

তবে পরিবেশ কিছুটা থমথমে।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে।


বুধবার সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, এমনটি জানান ওই কর্মকর্তা।


পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু গ্রেপ্তারের সংখ্যা কত, তা জানা যায়নি। সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ।


বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হামলার ঘটনা ঘটে মঞ্চ ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুনসহ নানা ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে গোপালগঞ্জ।


আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *